ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

অমিতাভের সঙ্গে বাথরুম সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
অমিতাভের সঙ্গে বাথরুম সেলফি অমিতাভ বচ্চন

পছন্দের তারকাকে সামনে পেলে অনেকেই অনেক কিছু করেন কেউ ছবি তোলেন অথবা অটোগ্রাফ নেন। আর যদি হয় অন্ধ ভক্ত তাহলে তো কথাই নেই।

যেমন কিছুদিন আগে শাহরুখ খানের এক ভক্ত তার বাড়িতে ঢুকে সুইমিং পুলে গোসল করেছেন। কিন্তু তাই বলে বাথরুমে সেলফি তোলার আবদার জানানো? এমনটাই ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। বলিউডের এই অভিনেতার এক অন্ধ ভক্ত তার সঙ্গে বাথরুমে সেলফি তুলতে চেয়েছিলেন।

সম্প্রতি ওই ভক্তের অদ্ভুত চাওয়ার কথা জানিয়ে বলিউডের এই মেগাস্টার ব্লগে লিখেছেন, ‘একটি পাবলিক টয়লেটে এই ঘটনাটি ঘটেছে। সেখানকার কর্মরত একজন আমার সঙ্গে বাথরুমে সেলফি তোলার আবদার করেছেন। ’

এমনিতে ভক্তদের সঙ্গে অনেক বেশি আন্তরিক ৭৩ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু ওই ভক্তের এমন আবদারে বিরক্ত প্রকাশ করে বিগ বি টুইটারে লিখেছেন, ‘আপনি সত্যিই পাগল। আপনি ভাবলেন কিভাবে আমি এই বিষয়ে সম্মাতি জানাবো। ’

অমিতাভ বচ্চন এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘তিন’-এর কাজ নিয়ে। এতে তার সহশিল্পী বিদ্যা বালান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি     

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।