ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

পার্ট-টাইম কাজল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পার্ট-টাইম কাজল! কাজল

প্রসার ভারতী বোর্ডের পার্ট-টাইম সদস্য নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল। দূরদর্শন টিভি চ্যানেল ও অল ইন্ডিয়া রেডিওর কার্যাবলী সম্পাদন হয় এই বোর্ডের মাধ্যমে।



এখানে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাজল। আশা করা হচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রসার ভারতী বোর্ডের আগামী সভায় উপস্থিত থাকবেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রসার ভারতীর নিয়ম অনুযায়ী, বোর্ডে ছয় জন পার্ট-টাইম সদস্যকে রাখতে হয়। কাজলকে নির্বাচন করেছেন ভাইস প্রেসিডেন্ট এম হামিদ আনসারি ও তথ্য ও সম্প্রচার সচিব সুনীল অরোরা এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিচারপতি (অব.) সিকে প্রসাদ।

বাংলাদেশ সময় : ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।