ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

এপ্রিলে প্রীতি জিনতার বিয়ে হবে দু’বার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এপ্রিলে প্রীতি জিনতার বিয়ে হবে দু’বার!

ফেব্রুয়ারিতে নয়, মার্চেও নয়, আগামী এপ্রিলে প্রেমিক জেনে গুডেনাফকে বিয়ে করবেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি গির্জায় খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এখানে শুধুই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন।

এরপর হিন্দু রীতিতে বিয়ে করার জন্য ভারতে আসবেন নবদম্পতি। মুম্বাইয়ে রাজকীয় আবহে বলিউড তারকাদের উপস্থিতিতে বিয়ে করার ইচ্ছে প্রীতির। সংগীত, মেহেদি ও বিয়েসহ অনুষ্ঠান হবে টানা তিন দিন। বিয়েতে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী বেছে নেবেন মনীষ মালহোত্রা কিংবা সুরিলি গোয়েলের নকশা করা পোশাক। এ দুই ডিজাইনারই তার বন্ধু।

জেনে হলেন যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ প্রতিষ্ঠানের সহ-সভাপতি (ফিন্যান্স)। আমেরিকায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় প্রীতির। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে মনের আদান-প্রদান হয়। এর সফল সমাপ্তি হতে যাচ্ছে বিয়ের মধ্য দিয়ে।

জেনের আগে শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন প্রীতি। দু’জনই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হলেও তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরই জেনের সঙ্গে প্রীতির সম্পর্কের বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।