ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

আরেকজনের ভোটার আইডিতে সালমানের ছবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, ফেব্রুয়ারি ৩, ২০১৬
আরেকজনের ভোটার আইডিতে সালমানের ছবি! সালমান খান

উদ্ভট ব্যাপার! ভারতের হায়দরাবাদে পৌর নির্বাচনে এক ভোটার নিজের পরিচয়পত্রে ব্যবহার করেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ছবি। ওই ভোটারের নামও সালমান খান! মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চারমিনার বিভাগের গৌলিপুরা ভোটকেন্দ্রে এ খবর মিলেছে।



এদিন বৃহত্তর হায়দরাবাদ পৌরসভা নির্বাচনে ভোট দিতে এসে সালমানের নাম ও ছবিসহ পরিচপত্র দেখান জনৈক ব্যক্তি। পরিচয়পত্রে সালমানের বাবার নাম উল্লেখ করা হয়েছে সেলিম খান। শুধু বয়সটা যা একটু কমবেশি।

ভোটার সালমানের বয়স ৬৪ বছর আর বলিউড অভিনেতা সালমানের বয়স ৫০ বছর। তবে তাকে ভোট দেওয়ার অনুমতি দেননি ভোটকেন্দ্রের কর্মকর্তারা। তারা পরিচয়পত্র দেখে মোটামুটি হতবাক হয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।