ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

দুবাইয়ে অনিল কাপুরের ফ্ল্যাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জানুয়ারি ২৭, ২০১৬
দুবাইয়ে অনিল কাপুরের ফ্ল্যাট অনিল কাপুর

শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বলিউডের কয়েকজন তারকার মতো দুবাইয়ে ফ্ল্যাট কিনলেন অভিনেতা অনিল কাপুর। এখানে আছে দুটি শোবার ঘর।

রিৎজ বাই দানুবি আবাসন প্রকল্পে মঙ্গলবার (২৬ জানুয়ারি) এটি বরাদ্দ নেন তিনি। এর নির্মাণকাজে ব্যবহার করা হয়েছে স্প্যানিশ প্রযুক্তি।

সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহরটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনিল কাপুর জানান, পক্ষকাল আগে মুম্বাইয়ে বসে ফ্ল্যাটটি চূড়ান্ত করেন তার সহধর্মিণী সুনিতা কাপুর। দুবাইকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেও উল্লেখ করেছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা।

অনিল কাপুর ও সুনিতা কাপুরের দুই কন্যা ও এক পুত্র। মেয়েদের মধ্যে সোনম কাপুর এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। আরেক মেয়ে রিয়া কাপুর প্রযোজনা করেন। আর অনিলের ছেলে হর্ষবর্ধন এ বছর বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।