ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনয় ছেড়ে দেবেন পরিণীতি, যদি...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, জানুয়ারি ২৬, ২০১৬
অভিনয় ছেড়ে দেবেন পরিণীতি, যদি... পরিণীতি চোপড়া

এক বছরেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় নেই পরিণীতি চোপড়া। সর্বশেষ ২০১৪ সালে ‘কিল দিল’ (রণবীর সিং) ছবিতে দেখা গেছে তাকে।

ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘কিল দিল’-এর আগে তার ‘দাওয়াত-এ-ইশক’ও (আদিত্য রয় কাপুর) লোকসানে ডুবে গেছে।

কিছুদিন আগে ওয়াইফিল্মসের ওয়েবসাইট সিরিজ “ম্যান’স ওয়ার্ল্ড”-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি। এ ছাড়া ব্যায়াম করে বানানো আকর্ষণীয় শারীরিক গড়ন দেখিয়ে নতুন ফটোশুট করে খবরের শিরোনাম হন তিনি।

তবে বড় পর্দায় পরিণীতি কবে কিংবা কীভাবে আবার ফিরবেন তার কোনো আনুষ্ঠানিক খবর নেই। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বলিউডে আবার সাফল্যের সোনার হরিণ ধরতে না পারলে অন্যদিকে ক্যারিয়ার গড়বেন। দরকার হলে চালডালের ব্যবসা করবেন, তবুও আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না- মনে মনে এ ধরনের শপথই করেছেন তিনি।

পরিণীতির কথায় অভিনয় ছেড়ে দেওয়ার আভাস আছে। তবে ভক্তদের পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখনও হাল ছেড়ে দেননি তিনি। এখন নতুন নতুন ছবিতে যুক্ত হওয়ার মনস্থির করেছেন ‘ইশাকজাদে’ তারকা।

চলচ্চিত্রের ব্যবসার পূর্বাভাস করা যায় না জানিয়ে পরিণীতি বলেছেন, ‘কোন ছবির ভাগ্যে কি থাকবে তা আগেভাগে কেউই বলতে পারে না। এটা কারও নিয়ন্ত্রণে থাকে না। এ নিয়ে দুশ্চিন্তা করে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। ’

২০১১ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘লেডিস ভার্সেস রিকি বেল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরিণীতির। এরপর ‘ইশাকজাদে’ (অর্জুন কাপুর), ‘শুধ দেশি রোম্যান্স’ (সুশান্ত সিং রাজপুত) ও ‘হাসি তো ফাঁসি’ (সিদ্ধার্থ মালহোত্রা) ছবি তিনটি ভালো ব্যবসা করেছে।

* পরিণীতি চোপড়া অভিনীত “ম্যান’স ওয়ার্ল্ড”-এর ভিডিও:


বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।