ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ফারহানের সংসার ভাঙার সন্দেহে শ্রদ্ধা ও অদিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জানুয়ারি ২৬, ২০১৬
ফারহানের সংসার ভাঙার সন্দেহে শ্রদ্ধা ও অদিতি (বাঁয়ে) অধুনা ভবানি ও ফারহান আখতার, (ডানে ওপর থেকে) অদিতি রাও হায়দারি ও শ্রদ্ধা কাপুর

ফারহান আখতার ও অধুনা ভবানি পৃথক বিবৃতিতে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে হতবাক করে দিয়েছেন সবাইকে। এর আসল কারণ কী? তাদের বিচ্ছেদের পেছনে আসলে কে দায়ী? এসব প্রশ্নের নানান গুঞ্জননির্ভর উত্তর ভেসে বেড়াচ্ছে বলিউডে।



ডেইলি নিউজ অ্যানালাইসিসের খবর, ফারহান ও অধুনার সংসারে ঝড় বইতে শুরু করেছে বলিউডের একজন অভিনেত্রীর কারণে। অনেকে ভেবেছিলেন তিনি হলেন শ্রদ্ধা কাপুর। কারণ ‘রক অন টু’ ছবিতে ফারহানের সঙ্গে কাজ করছেন শক্তি কাপুরের কন্যা। কিন্তু এখন সন্দেহের তীর গেছে অদিতি রাও হায়দারির দিকে।

ফারহান ও অদিতি একসঙ্গে অভিনয় করেছেন ‘ওয়াজির’ ছবিতে। সহশিল্পীর সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে ফারহান তার বোন জোয়া আখতারের বাড়িতে গিয়ে থাকছিলেন।

বিভিন্ন অনুষ্ঠানে অধুনাকে নিয়েই নিয়মিত অংশ নিতেন ফারহান। কিন্তু হঠাৎ তাকে সবখানে একা দেখা যাচ্ছিলো। সম্প্রতি একটি অনুষ্ঠানে অদিতির হাতে হাত রেখে আসেন ফারহান। এর মধ্য দিয়ে অধুনার সঙ্গে তার সংসারের কফিনে শেষ পেরেকটি ঠুকে গেছে। এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি অধুনা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।