ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

জেমসের নতুন গান ‘বিধাতা’

‘দিলটা ঠাণ্ডা হয়ে গেলো…’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, জানুয়ারি ২৪, ২০১৬
‘দিলটা ঠাণ্ডা হয়ে গেলো…’ জেমস/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘গুরু তুমি অলটাইম কিং’, ‘অস্থির একটা গান, ধন্যবাদ গুরু’। ‘বস জেমস মানে নতুন কিছু, সুন্দর কিছু  উপহার দেওয়া।

অসাধারণ গান’। ‘ধন্যবাদ এমন একটা গান উপহার দেওয়ার জন্য আমাদের’। ‘গানটার লিরিকটা আর গিটার প্লেইংটা ফাটাফাটি আর ভয়েস কি বলবো অসাধারন’। ‘দিলটা ঠাণ্ডা হয়ে গেলো গুরুর গান শুনে’ -ইউটিউবে এমন শত শত মন্তব্য পড়েছে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের নতুন গান ‘বিধাতা’কে ঘিরে। ‘সুইটহার্ট’ ছবির জন্য গাওয়া গানটির অডিও ভার্সনের ভিউ দুই লাখ ছুঁই ছুই।

শফিক তুহিনের লেখা ও সুরে জেমস দ্বিতীয়বারের মতো গাইলেন চলচ্চিত্রে। ‘দেশা-দ্য লিডার’ ছবির শিরোনাম সংগীতের পর তারা জুটি হয়ে তৈরি করলেন ‘বিধাতা’। শফিক তুহিন বলেন, ‘মাত্র ১২ দিনে এতো শ্রোতা গানটি উপভোগ করেছেন জেনে ভালো লাগছে। চলচ্চিত্রের গানে দর্শক সাধারণত ভিডিও দেখতে আগ্রহী। ইউটিউবে এই গানের অডিওটি সেই তুলনায় ভালোই সাড়া ফেলেছে। ’

গত ১২ জানুয়ারি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। ‘সুইটহার্ট’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, অচিরেই ‘বিধাতা’ গানটির ভিডিও প্রকাশ করা হবে। ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, বিদ্যা সিনহা সাহা মিম ও বাপ্পী।

* জেমসের গাওয়া গান ‘বিধাতা’:


বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।