ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আরেক মেয়ের বিয়ে দিলেন রাভিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জানুয়ারি ২২, ২০১৬
আরেক মেয়ের বিয়ে দিলেন রাভিনা রাভিনা ট্যান্ডন

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের দুই দত্তক কন্যাসন্তান আছে। তাদের মধ্যে ছোট কন্যা ছায়া বিয়ে করতে যাচ্ছেন।

আগামী ২৫ জানুয়ারি গোয়ায় হিন্দু ও খ্রিস্টান রীতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

রাভিনা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) টুইটারে এ কথা জানান। ৪১ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আমার ছোট মেয়ের বিয়ের জন্য গোয়া যাচ্ছি। সপ্তাহটা বেশ হৈহুল্লোড়ে কাটবে। ’

ছায়ার বড় বোন পূজাকে ২০১১ সালে বিয়ে দেন রাভিনা। ১৯৯০ সালে এক মায়ের কাছ থেকে দুই কন্যাসন্তান দত্তক নেন তিনি। পরে চলচ্চিত্র পরিবেশক অনিল থাড়ানিকে বিয়ে করেন রাভিনা। তাদের সংসারে আছে এক কন্যা (রাশা) ও এক পুত্র (রণবীর)।

রাভিনা এখন রূপালি পর্দায় অনিয়মিত। গত বছর অনুরাগ কাশ্যাপের ‘বোম্বে ভেলভেট’-এ তাকে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা গেছে। এখন তিনি অভিনয় করছেন ওনীরের পরিচালনায় ‘সব’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।