ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

মাইনাস ২৫ ডিগ্রিতে প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জানুয়ারি ২০, ২০১৬
মাইনাস ২৫ ডিগ্রিতে প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন কানাডার মন্ট্রিলে হিমশীতল আবহাওয়ায় চলছে দৃশ্যধারণ।

সেখানে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
 
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মাইনাস ২৫ ডিগ্রি! আমার হাড়ও বরফ হয়ে গেছে! তবে মজাও লাগছে। ’ তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক জেনিফার লিঞ্চকে। পাশাপাশি জানান, আগামী ৬ মার্চ থেকে তাকে আবার এবিসি নেটওয়ার্কের এই অনুষ্ঠানে দেখা যাবে।
 
এ সিরিজে এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। প্রথম মৌসুমে ১১ পর্ব প্রচারিত হয়েছে। এতে অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে তিনি জিতেছেন পিপল’স চয়েস অ্যাওয়ার্ড।
 
এদিকে আগামী ৪ মার্চ মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘বাজিরাও মাস্তানি’তে। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময় : ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।