ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সুলতানের সঙ্গে নেই পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, ডিসেম্বর ৬, ২০১৫
সুলতানের সঙ্গে নেই পরিণীতি পরিণীতি চোপড়া

সালমান খানের ‘সুলতান’ ছবিতে নায়িকা হবেন কে? এই প্রশ্নের উত্তর মিলেও আবার তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সর্বশেষ গুঞ্জন ওঠেছিলো, বলিউডের এই সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পরিণীতি চোপড়া।

কিন্তু তিনি এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

টুইটারে পরিণীতি লিখেছেন, ‘বন্ধুরা, আমি ‘সুলতান’-এ কাজ করছি না। এসব গুজবের ইতি টানুন এবার। সময় হলে আমি নিজেই নতুন ছবির খবর দেবো। ’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ২০১১ সালে এই প্রতিষ্ঠানের ‘লেডিস ভার্সেস রিকি বেল’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন পরিণীতি। মূলত এজন্যই তার কাজ করার সম্ভাবনা দেখছিলেন অনেকে। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘কিল দিল’ (২০১৪) ছবিতে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।