ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

বিরতির পর কক্সবাজারে ‘টার্গেট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ডিসেম্বর ৩, ২০১৫
বিরতির পর কক্সবাজারে ‘টার্গেট’ (বাঁ থেকে) মিলন ও আইরিন, অমৃতা ও নিরব

মিলন-আইরিন, নিরব-অমৃতা খান, তানভীর-সানজিদা তন্ময়কে জুটি করে এ বছরের এপ্রিলে দৃশ্যধারণ শুরু হয়েছিলো ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ ছবির। প্রায় ছয়মাস বিরতির পর আবার শুরু হচ্ছে এর কাজ।

আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে ছবিটির শুটিং হবে কক্সবাজারে।   

ছবিটির পরিচালক সাইফ চন্দন বাংলানিজকে জানান, কক্সবাজারে ছবিটির অধিকাংশ শিল্পীকে নিয়ে সপ্তাহখানেক দৃশ্যধারণ করা হবে। সেখানে মারামারি ও আইটেম নাম্বারের দৃশ্যধারণ হবে। আইটেম গানটি তৈরি করেছেন শওকত আলী ইমন।

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’খ্যাত পরিচালক চন্দন বলেন, ‘ছবিটির মারামারির দৃশ্যে নতুনত্ব রাখার চেষ্টা করছি। আর আইটেম গানেও থাকছে চমক। এখনই সেটি প্রকাশ করতে চাই না। ’

তিন জোড়া নায়ক-নায়িকার পাশাপাশি কক্সবাজারে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন মিশা সওদাগর, ডন ও আরশাদ আদনান। প্রযোজক আদনান এ ছবিতে অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। থাকছেন একজন আইটেম কন্যাও।

অয়ন চৌধুরীর চিত্রনাট্যে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘টার্গেট’ আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসও

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।