ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

১৫ ডিসেম্বর থেকে আবার ‘বাহুবলী’ শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, নভেম্বর ২৬, ২০১৫
১৫ ডিসেম্বর থেকে আবার ‘বাহুবলী’ শুরু

চলতি বছরের ৯ জ‍ুলাই মুক্তি পায় এসএস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ছবিটি ম‍ুক্তির প্রথমদিনেই ঘরে তোলে ৫০ কোটি রুপি।

তারপর থেকেই অপেক্ষা এর দ্বিতীয় ভাগের। জানা গেছে, ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তির দৃশ্যধারণ। সবকিছ‍ু ঠিক, এখন শুধু বাকি আনুষ্ঠানিভাবে ঘোষণার।

পরিচালক এসএস রাজামৌলি এ বিষয়ে জানিয়েছেন, ‘ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা দৃশ্যধারণের কাজ শুরু করবো। আশা করছি ২০১৬ সালে জুলাইয়ের মাঝে শেষ করতে পারবো। ’

এক ঘনিষ্ঠসূত্রে জানা যায়, প্রথম ছবি ‘বাহুবলী’র সঙ্গেই ‘বাহুবলী রিটার্নস’-এর পরিকল্পনা করা হয়েছিলো। এছাড়া যুদ্ধ ও অন্যকিছু দৃশ্যের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এখনও ৭০ ভাগ কাজ বাকি। যা আনুশকা শেঠি, প্রভাষ ও সত্যরাজকে নিয়ে করা হবে।



বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।