ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

এবার পরিচালনায় লরেন্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, নভেম্বর ২৬, ২০১৫
এবার পরিচালনায় লরেন্স জেনিফার লরেন্স

হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জেনিফার লরেন্স। তার অভিনয়গুণে মুগ্ধ সবাই।

পেয়েছেন অস্কারের মতো পুরষ্কার। এবার ক্যারিয়ারে নতুন পালক যোগ হচ্ছে তার। পরিচালনায় নাম লেখাচ্ছেন তিনি। ‘প্রজেক্ট দেলিরিয়াম’-এর মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে তার।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘এটা খুব মজাদার ছিলো। ১৬ বছর বয়স থেকে আমি পরিচালনার কাজ করতে চাইতাম। সে কারণেই হয়তো আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তবে আমি যদি আগেই থেকেই ক্লান্ত হয়ে যেতাম, তাহলে নিজেকে কখনও তৈরি করতে পারতাম না। তবে এখন মনে হচ্ছে, আমি তৈরি। ’

লরেন্স এখন ব্যস্ত তার নতুন ছবি ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট টু’ নিয়ে। এতে তার সহশিল্পী জুলিয়ান মুর, জশ হাচারসন, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন, ডোনাল্ড সাদারল্যান্ড, এলিজাবেথ ব্যাঙ্কস, ফিলিপ সিমুর হফম্যান প্রমুখ।



বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।