ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

নাঈম-তানিয়ার ‘ম্যাচ মেকার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, নভেম্বর ২৫, ২০১৫
নাঈম-তানিয়ার ‘ম্যাচ মেকার’ এফএস নাঈম ও তানিয়া বৃষ্টি

ফারহান একটি কর্পোরেট অফিসে চাকরি করে। সহজ সরল চলাফেরার কারণে সবাই তার মাথায় চেপে বসে।

অফিসের পিয়ন এসে তার সঙ্গে বসের মতো আচরণ করে। বাড়িতে তার খরচে থাকা রুমমেট তাকেই বাসা থেকে তাড়িয়ে দেবার পাঁয়তারা করে। এতো সব অন্ধকারের মাঝে হঠাৎ আলো হয়ে সামনে আসে রিদিমা নামের নতুন কলিগ।

এই ফারহান হচ্ছেন এফএস নাঈম, আর তানিয়া বৃষ্টি হচ্ছেন রিদিমা। দু’জনের প্রেমটা নির্বিঘ্নে হয়ে যেতোই, যদি না মাঝখানে হাজির হতো টনি। বসের ভাগ্নে, জার্মান ফেরত, অফিসেই জয়েন করেছে। সেও রিদিমার প্রেমে হাবুডুবু। গল্পটা এ রকম। এ গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ম্যাচ মেকার’। লিখেছেন ও পরিচালনা করেছেন মারুফ আহমেদ।

দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। নাঈম ও তানিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নাজিম উদ্দিন রাজু, মতিউর রহমান, জি.এম শহিদ প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।



বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
জেএইচ/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।