প্রতি বছর সারাবিশ্বের বিনোদন থেকে শুরু করে রাজনীতি, বিজ্ঞান, সাংবাদিকতাসহ বিভিন্ন অঙ্গনের ১০০ অনুপ্রেরণাদায়ক নারীর তালিকা প্রকাশ করে বিবিসি। চলতি বছরে এ তালিকায় স্থান পেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে।
তালিকায় ভারতীয় আরও ছয় নারী আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌসল। তিনি অভিনয় করেছেন একশ’রও বেশি ছবিতে। প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ১৯৪৬ সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারজয়ী ‘নীশা নগর’-এর মূল অভিনেত্রী হিসেবে দেখা গেছে তাকে। তার প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাকে বলা হয়ে থাকে বলিউডের ভিভিয়েন লেই।
বিবিসির এই তালিকায় বিনোদন অঙ্গনের মধ্যে আরও স্থান পেয়েছেন হলিউড অভিনেত্রী হিলারী সোয়াঙ্ক। ক্লিন্ট ইস্টউডের ‘মিলিয়ন ডলার বেবি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রী হন তিনি।
এই তালিকা তৈরি হয়েছে ‘হান্ড্রেড ওমেন সিজন’-এর অংশ হিসেবে। বুধবার (১৮ নভেম্বর) থেকে বিবিসি ওয়ার্ল্ড নিউজে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।
বাংলাদেশ সময় : ১১৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেএইচ


