ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

ধোনিকে নিয়ে ছবিতে ভূমিকা চাওলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, নভেম্বর ১৭, ২০১৫
ধোনিকে নিয়ে ছবিতে ভূমিকা চাওলা ভূমিকা চাওলা

ভারতের হিন্দি ও দক্ষিণী ছবির জনপ্রিয় মুখ ভূমিকা চাওলা দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন। ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মাণাধীন ছবিতে কাজ করছেন তিনি।



নীরাজ পান্ডে পরিচালিত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নামের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। এ ছাড়াও আছেন কিয়ারা আদভানি। ভূমিকাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। টাইমস অব ইন্ডিয়াকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। ভূমিকাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বিস্তারিত কিছু বলেননি।

বলিউডে ভূমিকা অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য- ‘তেরে নাম’, ‘গান্ধী মাই ফাদার’, ‘রান’, ‘দিল নে জিসে আপনা কাহা’ ও ‘দিল জো ভি কাহে’। হিন্দির পর দক্ষিণী ছবিতে অবস্থান গড়ে নিতে চেয়েছিলেন তিনি।

২০০৭ সালে যোগ প্রশিক্ষক ভারত ঠাকুরের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন ভূমিকা। তাদের সংসারে আছে দেড় বছর বয়সী এক পুত্রসন্তান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।