ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

বিশ্রামের জন্য হাসপাতালে রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, নভেম্বর ১৭, ২০১৫
বিশ্রামের জন্য হাসপাতালে রানী রানী মুখার্জি

আগামী বছরের শুরুতে যে কোনোদিন প্রথম সন্তানের মা হবেন রানী মুখার্জি। তাই বেশ উৎফুল্ল তিনি।

দিওয়ালিতে মাতামাতিও করেছেন ইচ্ছেমতো। এ কারণে ক্লান্তি চলে এসেছে তার মধ্যে। ফলে বিশ্রামের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

খবরটি নিশ্চিত করেছেন রানীর একজন মুখপাত্র। চিকিৎসকের পরামর্শেই চোপড়া পরিবার হাসপাতালের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই অভিনেত্রীকে।  

জানা গেছে, হাসপাতাল থেকে রানীকে ছেড়ে দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি নিজে থেকেই আরও কিছুদিন থাক‍ার ইচ্ছা পোষণ করেন। কারণ বাড়িতে নবজাতকের জন্য ঘর তৈরির কাজ চলছে। সেখানকার ধূলাবালি ও সোরগোল থেকে দূরে থাকতেই বিশ্রামের জন্য হাসপাতালকে বেছে নিলেন ৩৭ বছর বয়সী এই তারকা।

গত বছরের এপ্রিলে দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। এরপর তিনি কেবল ‘মারদ‍ানি’ ছবিতে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।