চারুকলায় পড়ার সময় সহপাঠি ছেলেটির সঙ্গে সম্পর্ক হয় মেয়েটির। একসময় সেটা ভেঙে যায়, ছেলেটির কারণেই।
‘সবুজ কাহিনী’ নামের গল্পটা লিখেছেন এক দর্শক, আসমা আক্তার। চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করছেন সুমন আনোয়ার। এতে মৌ অভিনয় করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে। বিজয় দিবস উপলক্ষে তৈরি হচ্ছে এটি।
নির্মাতা জানান, ‘সবুজ কাহিনী’র দৃশ্যধারণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। এর চিত্রায়ন হয়েছে রাজধানীর ধানমন্ডি, ইস্কাটন, বসিলা, মোহাম্মদপুরের বধ্যভূমিতে। শুক্রবার (১৩ নভেম্বর) শেষ হচ্ছে এর কাজ। আগামী ১৬ ডিসেম্বর আরটিভিতে প্রচার হবে ‘সবুজ কাহিনী’।
প্রায় পাঁচ বছর পর মৌকে নিয়ে আবার নাটক তৈরি করছেন সুমন আনোয়ার। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘খাতার ভেতর চারটি গোলাপ’-এ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসও/জেএইচ


