ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

কারিনাকে নিয়ে শহিদের ভয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, নভেম্বর ১২, ২০১৫
কারিনাকে নিয়ে শহিদের ভয় কারিনা কাপুর খান ও শহিদ কাপুর

অনেক আগেই প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। কিন্তু তারপরও প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ভয়ে থাকেন শহিদ।

পরস্পরকে এড়িয়ে চলেন দু’জনেই।

দিওয়ালির আলোকোজ্জ্বল মুহূর্তে সব ভুলে গিয়ে যখন পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই, তখনও কারিনাকে দূরেই রাখলেন বলিউডের এই অভিনেতা। কারিনার মুখোমুখি হওয়ার ভয়ে স্ত্রী মীরাকে নিয়ে শিল্পা শেঠির বাড়িতে অন্য দরজা দিয়ে প্রবেশ করেছেন তিনি।

সম্প্রতি শিল্পা শেঠির বাড়ির দিওয়ালিতে আমন্ত্রণ ছিলো শহিদ-মীরা দম্পতির। তেমনই শিল্পাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সাইফ-কারিনা। কিন্তু শিল্পার বাড়িতে পৌঁছে যখন শহিদ জানতে পারলেন কারিনা এসেছেন এবং চলেও যাচ্ছেন, তখনই স্ত্রীর সঙ্গে পিছনের দরজায় চলে গেলেন তিনি। যাতে তাদের মুখোমুখি না হতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।