ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

শখের বিকল্প মৌসুমী হামিদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, নভেম্বর ৮, ২০১৫
শখের বিকল্প মৌসুমী হামিদ! (বাঁ থেকে) শখ ও মৌসুমী হামিদ

গত রোজার ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখানো হয় ‘ব্রেকআপ’। প্রচারের পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া এসেছে নাটকটির ভাগে।

ইউটিউবে এটি দেখা হয়েছে সাত লাখ বারেরও বেশি। এবার তৈরি হলো নাটকটির দ্বিতীয় কিস্তি ‘ব্রেক আপ ২’।

আগেরটির মতো এবারও আছেন অপূর্ব। তবে প্রথমটিতে শখ থাকলেও এবারের নাটকে তার পরিবর্তে যুক্ত হয়েছেন মৌসুমী হামিদ। আগের গল্পের সঙ্গেও নতুনটির কোনো  সম্পর্ক নেই।

গল্পে দেখা যায়, মেয়েটি একটি বায়িং হাউজে চাকরি করে। ভালোবাসার মানুষ তার সঙ্গে প্রতারণা করে। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। তখন তার পাশে এসে দাঁড়ায় আরেকটি ছেলে। একসময় মেয়েটির কাছে ফিরে আসে পুরনো প্রেমিক।

উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। রচনা ও পরিচালনায় মেহেদী হাসান জনি। এতে আরও অভিনয় করেছেন তানভীর, মাহাদী হাসান পিয়াল ও অনেকে। এবারের কিস্তিও মাছরাঙা টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে ।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।