ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

হুমায়ূন আহমেদের স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ায় শাওন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, নভেম্বর ৭, ২০১৫
হুমায়ূন আহমেদের স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ায় শাওন

শাওন যাবেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে শাওনের গানের আসর বসবে।

পুরো আসরে একাই গাইবেন তিনি। তবে শুধু শাওনের গানই নয়, মূল আকর্ষণ হিসেবে থাকবে তার মুখে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণা। এমন একটি অনুষ্ঠান আয়োজন করার প্রস্তুতি নিয়েছে বাসভূমি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্মাতা আকিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এটি শাওনের একক অনুষ্ঠান। দুই পুত্র নিষাদ ও নিনিদকে নিয়ে আসবেন তিনি। হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলবেন। আর ফাঁকে ফাঁকে থাকবে গান।

সিডনির রকডেলের কস্তুরী এন্টারটেইনমেন্ট সেন্টারে আগামী বছরের ৩ জানুয়ারি হবে অনুষ্ঠানটি। পরিকল্পনা ও পরিচালনায় আবিদা রুচী। জানা গেছে, শাওন অস্ট্রেলিয়ায় যাবেন ২৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।