ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘গুড গার্ল’ লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, নভেম্বর ৭, ২০১৫
‘গুড গার্ল’ লোপেজ জেনিফার লোপেজ

ইজি অ্যাজালিয়াকে নিয়ে ‘বুটি’ গানের মিউজিক ভিডিওতে উত্তেজক অঙ্গভঙ্গি আর পোশাকের জন্য আলোচিত যেমন হয়েছেন, তেমনি সমালোচনার তীরেও বিদ্ধ হয়েছেন জেনিফার লোপেজ। তবে কখনও এ ধরনের পোশাক পরতে চাননি তিনি।



লোপেজের দাবি, মেয়ে হিসেবে তিনি খারাপ না! ৪৬ বছর বয়সী এই মার্কিন গায়িকা-অভিনেত্রী মনে-প্রাণে বিশ্বাসও করেন এটা। তার কথায়, ‘সুন্দরী ও আবেদনময়ী হতে চেয়েছি এই ভিডিওতেও। আবেদনময়ী আর উত্তেজক নয়। ’

‘দ্য ওয়েডিং প্ল্যানার’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ২০০১ সালে। ওই বছরেই গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু এক দশক পর তাদের ছাড়াছাড়ি হয়েছে। বিচ্ছেদ বন্ধুদের কাছাকাছি নিয়ে এসেছে তাকে। তিনি বললেন, ‘মনে হচ্ছে বন্ধুরা জীবনে কতোটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি। ’

* জেনিফার লোপেজ ও ইজি অ্যাজালিয়ার ‘বুটি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।