ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

আশাপূর্ণা দেবীর উপন্যাস থেকে নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, নভেম্বর ৭, ২০১৫
আশাপূর্ণা দেবীর উপন্যাস থেকে নাটক

ভারতীয় বাঙালি কথাশিল্পী আশাপূর্ণা দেবী লিখেছেন দেড় হাজার ছোটগল্প ও আড়াইশ’র বেশি উপন্যাস। তার ‘বালুচরী’ উপন্যাসটি পাঠকদের কাছে সমাদৃত এখনও।

হার না মানা এক নারীর কাহিনী উঠে এসেছে এতে। ‘বালুচরী’র কাহিনী এবার উঠে আসছে টিভি ধারাবাহিকে।

উপন্যাসটি অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছে দীপ্ত টিভি। তবে ধারাবাহিকে এসে নাম গেছে পাল্টে, রাখা হয়েছে ‘অপরাজিতা’। দৃশ্যধারণ শুরু হয়েছে বেশ আগে থেকেই। উপন্যাসের মূল চরিত্র মন্দিরা। তার মধ্যবিত্ত পরিবারে অসুস্থ মা, মেজাজি বাবা আর ছোট ভাই-বোন। অনার্সপড়ুয়া মন্দিরার স্বপ্ন ভালোভাবে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানো। তাকে ভালোবাসে সদ্য পাশ করা চিকিৎসক অভিজিৎ।

মন্দিরা চরিত্র হয়ে ধারাবাহিকে হাজির হচ্ছেন নাইরুজ সিফাত। আরও অভিনয় করছেন আফজাল কবীর, চিত্রলেখা গুহ, সায়মা করিম প্রমুখ। ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন শায়লা আহমেদ। তিনি জানান, সপ্তাহে ছয় দিন দীপ্ত টিভিতে প্রচার হবে ‘অপরাজিতা’।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।