ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

আমিরের সঙ্গে সালমানের মিটমাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, নভেম্বর ৪, ২০১৫
আমিরের সঙ্গে সালমানের মিটমাট আমির খান ও সালমান খান

কিছুদিন ধরে গুঞ্জন ছড়াচ্ছিলো, আমির খান ও সালমান খানের মধ্যে ভালোই ঝামেলা বেঁধেছে। হয়েছে তর্কাতর্কিও।

বলিউডের খান সাম্রাজ্যের এই দু’জনের গলায় গলায় বন্ধুত্বে হঠাৎ ফাটল ধরার গুজব হতবাক করেছিলো অনেককে। আশার কথা হলো, বিভেদ ভুলে তারা আবার এক হয়ে গেছেন। খবর পিঙ্কভিলার।

সম্প্রতি নিজের অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে আমিরের সঙ্গে কলহ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সালমান। তখন কৌশলে তিনি উত্তর দেন- ‘আমির খানের কি কারও সাথে ঝামেলা হতে পারে?’

ধারণা করা হচ্ছে, ‘দাবাং’ মার্কা মসলাদার ছবি বাছাই নিয়ে উসকোখুসকো করায় আমিরের ওপর ক্ষেপেছেন সালমান। ৪৯ বছর বয়সী এই অভিনেতার মতে, আমির অন্যের চরকায় তেল দিচ্ছেন!

আমির ও সালমান ১৯৯২ সালে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।