ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

আবার জয়ের ‘সত্যি বলছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, নভেম্বর ১, ২০১৫
আবার জয়ের ‘সত্যি বলছি’ জয় শাহরিয়ার

‘সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না’- নিজের কথা ও সুরের এই গান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এর মধ্যে কেটে গেছে ছয় বছর।

শিল্পী জানালেন, গানটি নতুনভাবে আবারও প্রকাশ করেছেন তিনি। আজ রোববার (১ নভেম্বর) থেকে গানটি শুনতে পাবেন।

জয় জানান, গানটির আবেদন ফুরায়নি এখনও। তাই কথা-সুর ঠিক রেখে একটু নতুন সাউন্ড দেওয়ার চেষ্টা করেছেন এবার। গানটি একযোগে প্রকাশ করেছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি রেডিও। রবি গ্রাহকরা ৮০৮০৫০ নম্বরে ডায়াল করে গানটি শুনতে পাবেন।

শুধু এ গানই নয়, একইসঙ্গে প্রকাশ পাচ্ছে জয়ের আরও বেশ কিছু অপ্রকাশিত গানও। এরমধ্যে রয়েছে ‘পহেলা বৈশাখ’, ‘সুখ কাতুরে’, ‘তাকদুম তাকদুম’, ‘পূর্ব দিগন্তে’ এবং নাওমির সঙ্গে নিয়ে গাওয়া ‘ভালোবাসার গান’।

জয় বলেন, ‘সময় ও শ্রোতাদের দাবি মেটাতে গান প্রকাশের এই নতুন মাধ্যম বেছে নেওয়া। পরবর্তীতে গানগুলো সিডি আকারেও প্রকাশের ইচ্ছা আছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।