ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের সম্মানে আবার ‘ডর’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, অক্টোবর ৩০, ২০১৫
শাহরুখের সম্মানে আবার ‘ডর’?

শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘ডর’। মুক্তি পেয়েছিলো ২২ বছর আগে।

পরিচালক ছিলেন ইয়াশ চোপড়া। ছবিটি আবার ফিরছে রূপালি পর্দায়। রিমেক হচ্ছে ‘ডর’-এর। নাম ‘জনম’। ক’দিন পরই হাফ সেঞ্চুরি করবেন বলিউড বাদশা। এই সম্মানেই নাকি রিমেক হচ্ছে তার ছবিটি!

ছবিটিতে কিরণ নাম ছিলো জুহির। পর্দায় শোনা ‘ককককিরণ…’- এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে৷ রিমেকে শাহরুখ থাকছেন না। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ছোটপর্দার করণভীর বোরা, এটিই তার অভিষেক ছবি৷

ছোটপর্দায় ইতিমধ্যেই জনপ্রিয় মুখ করণবীর৷ ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে৷ ছবিটি নিয়ে বেশ নার্ভাস করণবীর৷ এ প্রজেক্ট নিয়েও বিশেষ কিছু বলতে চান না ৩৩ বছর বয়সী করণ।

‘জনম’ পরিচালনায় থাকবেন ছোট পর্দার পরিচালক ললিত মোহন৷ মহেশ ভাটকে এ ছবির প্রযোজনার জন্য অনুরোধও করা হয়েছে৷ এদিকে জুহি চাওলা ও সানি দেওলের ভূমিকায় কে থাকবেন তা ঠিক হয়নি৷ শোনা যাচ্ছে, খুব শিগগিরি এই ছবির প্রি প্রোডাকশেনর কাজ শুরু হবে৷ তবে ছবিটির রিমেক প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য দেননি ৪৯ বছর বয়সী শাহরুখ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।