ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন বিজ্ঞাপনে বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, অক্টোবর ২৯, ২০১৫
নতুন বিজ্ঞাপনে বিপাশা হায়াত বিপাশা হায়াত/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপাশা হায়াতের গুণের কথা যেন শেষ হওয়ার নয়!  অভিনয়, নির্মাণ, লেখালেখি, আঁকাআঁকি, সংসার সবকিছুতে সফল তিনি। এর মধ্যে ইদানীং চিত্রশিল্পী পরিচয়টাতেই বেশি আনন্দ পাচ্ছেন।



সুখবর হলো, ক্যামেরার সামনে আবার দাঁড়াচ্ছেন বিপাশা। প্রাণ ডেইরি লিমিটেডের পণ্য প্রাণ পাউডার মিল্কের বিজ্ঞাপনচিত্রে মডেল হতে যাচ্ছেন তিনি। শিগগিরই এর দৃশ্যধারণ হবে।

এ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর প্রতিষ্ঠানটির সঙ্গে বিপাশার চুক্তিস্বাক্ষর হবে। মডেল হওয়ার পাশাপাশি পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করার কথাও উল্লেখ থাকছে এতে।

এর মাধ্যমে অনেকদিন পর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাবে বিপাশাকে। এটি কে নির্মাণ করবেন তা জানানো হবে চুক্তিস্বাক্ষরের পর।
 
বাংলাদেশ সময় : ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।