ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানকে দেখে শিখলেন সানি লিওন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, অক্টোবর ২৯, ২০১৫
সালমানকে দেখে শিখলেন সানি লিওন! সালমান খান ও সানি লিওন

হাসি-তামাশায় ভরপুর একটি ছবিতে কাজ করছেন সানি লিওন। নাম ‘মাস্তিজাদে’।

এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। তাদের মধ্যে একজন আবেদনময়ী, অন্যজন বোকাসোকা। একজনের নাম লায়লা, অন্যজন লিলি।

জানা গেছে, ছবিটিতে কাজ শুরুর আগে অনেক প্রস্তুতি নিয়েছেন। গবেষণাও করেছেন! যমজ বোনের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি দিনরাত সালমান খানের ‘জড়ুয়া’ (১৯৯৭) ছবিটি দেখেছেন। এতে দুটি আলাদা বৈশিষ্ট্যের চরিত্রে অভিনয় করতে গিয়ে সল্লু কেমন কৌশল অবলম্বনে করেছিলেন, তা ভালোভাবে পরখ করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

সানি বলেছেন, “গবেষণার জন্য দ্বৈত চরিত্র আছে এমন প্রচুর ছবি দেখেছি। এর মধ্যে সালমানের ‘জড়ুয়া’ও আছে। একই রকম দেখতে দু’জনের চরিত্রে কীভাবে ভালো অভিনয় করতে হয় তার রসদ খুঁজে পেয়েছি এসব দেখে। ”

মিলাপ জাভেরি পরিচালিত ছবিটিতে সানি লিওনের সহশিল্পী তুষার কাপুর ও বীর দাস। এটি মুক্তি পাবে চলতি বছরের ৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।