ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

চার বছরের প্রেম ভেসে গেলো জলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, অক্টোবর ২৯, ২০১৫
চার বছরের প্রেম ভেসে গেলো জলে

গুজব নয়! অ্যান্ড্রু গারফিল্ড ও এমা স্টোনের প্রেমের ইতি ঘটলো। চার বছর ধরে তাদের মন দেওয়া-নেওয়া চলছিলো।

‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ ছবির এ দুই তারকার মধ্যে দুই মাস আগে সব চুকে গেছে। এতোদিনের প্রেমটা ভেসে গেলো জলে।

প্রেম না থাকলেও একে অপরের প্রতি তাদের ভালোবাসা থাকবে বলে জানিয়েছেন দু’জনই। আগের মতো সখ্য না থাকলেও ভালো বন্ধু হিসেবে থাকতে চান তারা। খবর ইউএস ম্যাগাজিনের।

অ্যান্ড্রু ও এমার সম্পর্ক যে টিকবে না তা আঁচ করা যাচ্ছিলো। কারণ সম্প্রতি তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তখন তাইওয়ানে মার্টিন স্করসিসের ‘সাইলেন্স’ ছবির কাজ করছিলেন গারফিল্ড। তাই তারা আলোচনা করে সিদ্ধান্ত কিছুদিন কোনো যোগাযোগ রাখবেন না একে অপরের সঙ্গে!

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।