ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

রাষ্ট্রপতির নামের বানান ভুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, অক্টোবর ২৬, ২০১৫
রাষ্ট্রপতির নামের বানান ভুল! প্রণব মুখার্জি ও ইরফান খান

ভারতের রাষ্ট্রপতির নাম টুইটারে লিখতে গিয়ে ভুল করলেন বলিউড অভিনেতা ইরফান খান। তার এই ভুল নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

এমন একজন আন্তর্জাতিক তারকা কীভাবে নিজ দেশের রাষ্ট্রপতির নামের ইংরেজি বানান ভুল করলেন তা নিয়ে বিস্মিত অনেকে।

গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য ইরফানের নতুন ছবি ‘তলওয়ার’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ খবর টুইটারে জানাতে গিয়ে ভুল করে বসেছেন ইরফান। ৪৮ বছর বয়সী এই অভিনেতা ‘প্রণব মুখার্জি’র নামের জায়গায় লিখেছেন ‘প্রণভ মুখার্জি’। এমনকি ইংরেজিতে ‘মুখার্জি’ বানান লিখতে গিয়েও করেছেন ভুল!

বলিউডের পাশাপাশি হলিউডেও পরিচিত মুখ ইরফান। ‘দ্য নেমসেক’ থেকে শুরু করে ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘দ্য মাইটি হার্ট’, ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’, ‘লাইফ অব পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘ইনফারনো’, ‘নিউইয়র্ক, আই লাভ ইউ’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।