ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

মুখোমুখি শাকিব ও মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, অক্টোবর ২৪, ২০১৫
মুখোমুখি শাকিব ও মিলন শাকিব খান ও আনিসুর রহমান মিলন

চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক বলা হয় শাকিব খানকে। অন্যদিকে আনিসুর রহমান মিলন টিভি নাটকের ডাকসাইটে অভিনেতা।

বড়পর্দার দর্শকের কাছেও তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। এই দুই জনপ্রিয় অভিনেতা এবার মুখোমুখি হচ্ছেন, তাও আবার রাজনীতির মাঠে! শাকিব খান-অপু বিশ্বাস জুটির ‘রাজনীতি’ নামের ছবিটিতে এবার যুক্ত হয়েছেন আনিসুর রহমান মিলন। বড়পর্দায় শাকিব ও মিলনের এটিই হতে যাচ্ছে প্রথম রসায়ন। ছবিটি পরিচালনা করছেন বুলবুল বিশ্বাস।

শনিবার সন্ধ্যায় মিলন বাংলানিউজকে বলেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে। রাজনীতি ও প্রেমের গল্পের মিশেল আছে এটাতে। ত্রিভূজ প্রেমও বলা যায়। আমার শুটিং শুরু হবে ২৬ অক্টোবর থেকে। ’

পরিচালক বুলবুল জানান, ‘রাজনীতি’র কিছু অংশের শুটিংয়ে ইতিমধ্যে অংশ নিয়েছেন শাকিব ও অপু বিশ্বাস। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিলন। ২৬ অক্টোবর থেকে এফডিসির দুই নম্বর ফ্লোরে ছবিটির মূল লটের শুটিং শুরু হচ্ছে। চলবে প্রায় এক মাস। এদিকে ছবির জন্য কয়েকটি গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, অদিতসহ জনপ্রিয় কয়েকজন সংগীত পরিচালক।

লাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।