ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ছয় মাস পর ‘এ ম্যান ফর অল সিজনস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, অক্টোবর ২৪, ২০১৫
ছয় মাস পর ‘এ ম্যান ফর অল সিজনস’ ‘এ ম্যান ফর অল সিজনস’নাটকে (বাঁ থেকে) শাহেদ আলী ও আজাদ আবুল কালাম

রবার্ট বোল্টের লেখা ‘এ ম্যান ফর অল সিজনস’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। এটি নিয়ে ১৯৯৯ সালের ২৪ জুন নাটক মঞ্চে আনে প্রাচ্যনাট।

তাদের জনপ্রিয় এই প্রযোজনা ছয় মাস পর আবার দেখা যাবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘরের নাট্যমেলার সমাপনী আয়োজনে নাটকটির মঞ্চায়ন হবে। আগামী ২৬ অক্টোবর এই প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

নাটকটি অনুবাদ করেছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। তার পাশাপাশি এতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শাহেদ আলী সুজন, রাহুল আনন্দ, শাহানা সুমী, শিরীন সুলতানা, রিতু সাত্তারসহ অনেকে।   সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।

বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।