ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বকুল-মুন্নী : হাতে হাত রেখে ১৯ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, অক্টোবর ২৪, ২০১৫
বকুল-মুন্নী : হাতে হাত রেখে ১৯ বছর কবির বকুল ও দিনাত জাহান মুন্নী

একজন গীতিকার, অন্যজন গায়িকা। গানের সূত্র ধরেই কবির বকুল ও দিনাত জাহান মুন্নী ঘর বেঁধেছেন ভালোবেসে।

১৯৯৭ সালের ২৪ অক্টোবর তাদের চারহাত এক হয়। সে হিসাবে আজ শনিবার তাদের ১৯তম বিবাহবার্ষিকী। এই দিনে তারা হাজির হচ্ছেন ছোটপর্দায়।

‘আমার আমি’ অনুষ্ঠানের এবারের অতিথি এই দু’জন। এখানে জানা যাবে তাদের প্রেম, বিয়ে, সংগীতচর্চা, স্বপ্নসহ অনেক কিছু। বকুল-মুন্নী দম্পতির ঘর আলো করেছে দুই কন্যা প্রেরণা ও প্রতীক্ষা এবং এক পুত্রসন্তান প্রচ্ছদ। আলাপচারিতায় তাদের নিয়েও কথা বলেছেন এই তারকা দম্পতি।

রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।