ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

দীপিকার মনের মানুষে থাকতে হবে শাহরুখের ছায়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, অক্টোবর ২৩, ২০১৫
দীপিকার মনের মানুষে থাকতে হবে শাহরুখের ছায়া! শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন। ‘অল অ্যাবাউট ইউ’ নামক একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিলো এর উদ্বোধনী অনুষ্ঠান। এখানে শাহরুখ স্বশরীরে উপস্থিত না থাকলেও দীপিকার বক্তৃতায় ছিলো তার নাম।  

উদ্বোধনী অনুষ্ঠানে দীপিকা বলেছেন, ‘আমার মনের মানুষকে শাহরুখ খানের মতো পোশাক পড়তে হবে। যে কি-না সাধারণত টিশার্ট আর জিন্স পড়তেই বেশি পছন্দ করেন। ’

২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, শাহরুখ ছাড়াও রণবীর কাপুরের পোশাকের অভিজ্ঞতা তার ভালো লাগে। তবে শাহরুখের ব্যাপারটা আলাদা।

দীপিকা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।