ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

যেমন সেজেছে শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, অক্টোবর ২২, ২০১৫
যেমন সেজেছে শাহরুখ পুত্র আরিয়ান খান

শাহরুখপ‍ুত্র আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকতেই পছন্দ করেন। কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাবস তৈরি করে, আবার কখনওবা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে।

তবে এবার নতুন অবতারের কারণে শিরোনামে এসেছেন আরিয়ান খান। নতুন ‘গথিক লুক’।

আরিয়ান টুইটারে তার একটি ছবি শেয়‍ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, লেদার জ্যাকেট পরা, চোখে ঘন কাজল পরে রয়েছেন তিনি। গথিক স্টাইলে বেশ মানিয়েছে শাহরুখ-পুত্রকে।

তবে অন্যদিকে বলিউডে জোর গুঞ্জন চলছে, অভিনয়ে আসার জন্যই নাকি তার এই নতুন গেটআপ। যদিও এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে বলিউডের একাংশ মনে করছেন, ভবিষ্যতে শাহরুখের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেবেন আরিয়ান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।