ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

দুর্গাপূজার চেনা সাজে বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, অক্টোবর ২২, ২০১৫
দুর্গাপূজার চেনা সাজে বিদ্যা

সিঁদুর, ঝুমকা, বিন্দি, বালা- দুর্গাপূজায় বাঙালি নারীদের চেনা বেশভূষায় সাজলেন বিদ্যা বালান। সেজেগুজে উদযাপন করেছেন সার্বজনীন এই উৎসব।

সপ্তমীর দিন মুম্বাইয়ে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পারিবারিক পূজায় অংশ নিয়েছেন তিনি।

বিদ্যা এখন সুজয় ঘোষের 'টিইথ্রিএন' নামের একটি ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী অমিতাভ বচ্চন ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। ব্যস্ত থাকা সত্ত্বেও সময় বের করে ঠিকই দুর্গাপূজার আনন্দে শামিল হলেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

বাঙালি নারীদের চিরচেনা সাজে বিদ্যাকে দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বজিতের পূজার অতিথিরা। তিন বছর আগে 'কাহানি' ছবিতে পূজার একটি দৃশ্যে অভিনয় করেন তিনি। এরপর থেকে প্রতিবারই দুর্গাপূজা পালন করতে দেখা যায় তাকে।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।