ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

রানীর বিকল্প শ্রুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, অক্টোবর ২২, ২০১৫
রানীর বিকল্প শ্রুতি রানী মুখার্জি ও শ্রুতি হাসান

'মারদানি' ছবিতে রানী মুখার্জির মারকাটারি স্বভাব দর্শকদের মুগ্ধ করেছে। তার জেদ আর মনোবল দেখে অনুপ্রাণিত হয়েছে নারীরা।

তাই ৩৭ বছর বয়সী এই তারকাকে একটি কোমল পানীয় পণ্যের মডেল করা কথা ভাবা হয়েছিলো। চুক্তিও হযে গিয়েছিলো প্রায়।

কিন্তু বলিউডের এই অভিনেত্রী এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন। তাই বিকল্প ভেবে নিয়েছেন সংশ্লিষ্টরা। রানীর সেই বিকল্প হলেন শ্রুতি হাসান। খবর ডিএনএ ইন্ডিয়া ডটকমের।

সম্প্রতি 'ওয়েলকাম ব্যাক' ছবিটি ব্যবসাসফল হয়েছে। তাছাড়া কমল হাসানের এই কন্যার জনপ্রিয়তা আছে দক্ষিণী ছবিতেও। সবকিছু ভেবে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকেই নির্বাচন করা হয়েছে ওই পণ্যের মডেল।

এ নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না রানী। উল্টো তার আনন্দের সীমা নেই। স্বামী আদিত্য চোপড়া আর শাশুড়ি পামেলা চোপড়াও নতুন সদস্যকে বরণ করে নেওয়ার প্রস্তুতি সেরে ফেলছেন।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।