ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

'হ্যালো, এই তো আমি'!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৭, অক্টোবর ২২, ২০১৫
'হ্যালো, এই তো আমি'! অ্যাডেল

সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান 'দ্য এক্স ফ্যাক্টর' চলছে। বিজ্ঞাপন বিরতিতে হঠাৎ বেজে উঠলো একটি নতুন গানের অংশবিশেষ।

কণ্ঠটা খুব চেনা। এ যে অ্যাডেল! ভক্তদের এভাবেই চমকে দিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

বিজ্ঞাপনটিতে কালো ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে সাদা অক্ষরের লেখা। সঙ্গে অ্যাডেলের কণ্ঠে শোনা যায়- 'হ্যালো, ইটস মি। ' যোগ করে ২৭ বছর বয়সী এই তারকা বলেছেন, 'সবকিছু ছাপিয়ে গত তিন বছর আপনারা নতুন কিছু শুনতে চাইছেন জেনে অবাক হচ্ছি। অনেকের মন্তব্য, আপনাদের ইচ্ছে পূরণ করার সময় হয়েছে। কিন্তু আমি এখনও তেমন কিছুই করিনি। '

ব্যস, এটুকুই। আর কোনো কিছু বলা হয়নি বিজ্ঞাপনটিতে। ধারণা করা হচ্ছে, অ্যাডেলের নতুন স্টুডিও অ্যালবামের নাম রাখা হচ্ছে 'টোয়েন্টি ফাইভ'। কারণ তার আগের দুটি অ্যালবামের নাম ছিলো 'নাইনটিন' এবং 'টোয়েন্টি ওয়ান'।

তিন বছর আগে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি 'স্কাইফল'-এর থিম সং গেয়েছিলেন অ্যাডেল। ওটাই তার গাওযা প্রকাশিত সর্বশেষ গান।

বাংলাদেশ সময় : ০২৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।