ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

২০ বছর পেরিয়েও আগের মতোই! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, অক্টোবর ২০, ২০১৫
২০ বছর পেরিয়েও আগের মতোই! (ভিডিও) কাজল ও শাহরুখ খান

২০ বছর আগে ইতিহাস গড়েছিলেন দু’জনে। ২০ বছর পর আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন শাহরুখ খান ও কাজল।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মতো কাজলকে আবার কাঁধে তুলে নিলেন শাহরুখ। আদিত্য চোপড়া পরিচালিত ছবিটির দুই দশক পূর্তি উপলক্ষে টুইটারে তিনি সেটা শেয়ারও করেন।

ছবিটিতে রাজ চরিত্রে শাহরুখ আর সিমরানের ভূমিকায় অভিনয় করেন কাজল। তারা এখন ব্যস্ত রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ নিয়ে। এর কাজের ফাঁকে একটি ভিডিও তৈরি করেছেন রোহিত।

ভিডিওতে ২০ বছর আগের মতোই খুনসুটি করেছেন শাহরুখ-কাজল। স্মৃতি রোমন্থন করেছেন ওই ছবির। সবশেষে গোলাপ ফুলের ভেতর থেকে জল ছিটিয়ে দুষ্টুমিতে মেতে ওঠেন বলিউড বাদশা।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পর ‘বাজিগর’, ‘করণ অর্জুন’ ও ‘মাই নেম ইজ খান’ ছবিতে জুটি বাঁধেন শাহরুখ-কাজল। তাদের নতুন ছবি ‘দিলওয়ালে’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

* রোহিত শেঠির বানানো শাহরুখ খান ও কাজলের নতুন ভিডিও :


বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, অক্টোবর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।