ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

র‌্যাম্পে দীপিকার মাস্তানি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, অক্টোবর ২০, ২০১৫
র‌্যাম্পে দীপিকার মাস্তানি!

চরিত্রের জন্য যে কোনো সাজে মানানসই হয়ে উঠতে পারেন দীপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে পারস্য রাজকুমারী মাস্তানির ভূমিকায়ও তাকে ঝকঝকে লাগবে বলে আশা করা হচ্ছে।

ছবিটিতে তাকে কেমন দেখাবে তা এর একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে উন্মোচন হয়।

এরপর অঞ্জু মোদির নকশা করা পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। অঞ্জুই ঠিক করেছেন ছবিটিতে দীপিকার সাজগোজ আর বেশভূষা কেমন হবে।   ফ্যাশন মঞ্চে লাল জমিনের লেহেঙ্গায় তার রাজকীয় লাগছিলো।   সঙ্গে ছিলো একই রকম শাল আর জালের ওড়না। অলঙ্কারের মধ্যে তিনি বেছে নেন ঝুমর, পাসা, গলার হার ও হাতফুল।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে দীপিকার সহশিল্পী হলেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।