ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

পূজার গানে তারা চারজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, অক্টোবর ২০, ২০১৫
পূজার গানে তারা চারজন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানওয়ালা থেকে প্রকাশিত হয়েছে পূজার গান। এর কথা হচ্ছে- ‘ঢ্যং কুড় ঢ্যং কুড় বাজছে যে ঐ ঢাক’।

এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দেবলীনা সুর ও অনিরুদ্ধ। এটি লিখেছেন সুমন সাহা, সুর ও সংগীত পরিচালনায় সুমন কল্যাণ।

পূজা উপলক্ষে নিজেদের একটি মৌলিক গান গাইতে পেরে দেবলীনা ও অনিরুদ্ধ দু’জনই উচ্ছ¡সিত। অনিরুদ্ধ এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন। দেবলীনা বলেছেন, ‘বাংলাদেশ উৎসবের দেশ। শারদীয় দুর্গোৎসবে এমন একটি গান সবাইকে খুশি করতে পারে। ’

আনন্দিত সংগীত পরিচালক সুমনও। তিনি বললেন, ‘বাংলাদেশে এটাই হবে প্রথম পূজার কোনো মনমাতানো গান। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। গীতিকার সুমন সাহা গানটি তৈরিতে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। ’

গানওয়ালা সূত্রে জানা যায়, অডিওর পাশাপাশি গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) থেকে বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।