মুক্তির মিছেলে যোগ দিলো যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে দ্রুততম সময়ের মধ্যে।
নির্মাতা জানান, এফডিসিতে সকাল-বিকাল দুই শিফটে একটানা দুই সপ্তাহ কাজ করে ছবিটির বাকি অংশের কাজে বান্দরবান যায় পুরো টিম। সেখানে কাজ চলে টানা দুই সপ্তাহ। পরের দফায় চারটি গানেরও কাজ হয় সেখানে। ওয়াজেদ আলী সুমন বলেন, `আমার অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি। নির্ধারিত সময়ের দুদিন আগেই সব কাজ সুন্দরভাবে শেষ হয়েছে। ’

জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘অঙ্গার’। রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবির মাধ্যমেই ফাল্গুনী জলি নামের নতুন নায়িকার অভিষেক হচ্ছে। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক ওমকে। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসও/জেএইচ


