ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

দূরত্বের কাহানির ইতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, অক্টোবর ২০, ২০১৫
দূরত্বের কাহানির ইতি সুজয় ঘোষ ও বিদ্যা বালান

‘কাহানি’র মাধ্যমে বলিউডে নারীপ্রধান ছবির ছকটাই পাল্টে দিয়েছিলেন বিদ্যা বালান। অথচ এর পরিচালক সুজয় ঘোষের পরের ছবি ‘দুর্গা রানী সিং’ ফিরিয়ে দেন তিনি।

এ কারণে তৈরি হয় দূরত্ব। দু’জনের মধ্যে কথাও হতো না। এটাকে বিদঘুটেই মনে করেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

বিদ্যার টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার পর তার সঙ্গে কাজ করার সময়কার একটি ছবি পোস্ট করেন সুজয়। ফলে ধারণা করা হচ্ছে, অবশেষে তাদের দূরত্বের কাহানির অবসান হলো।

সুজয়ের প্রযোজনায় পরের ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন বিদ্যা। নাম ‘টিইথ্রিএন’। এতে তার সহশিল্পী অমিতাভ বচ্চন ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে দৃশ্যধারণ। পরিচালনা করবেন রিভু দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।