ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

কানইয়ের গরম মাথা ঠান্ডা করার ঘর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, অক্টোবর ১৯, ২০১৫
কানইয়ের গরম মাথা ঠান্ডা করার ঘর! কানইয়ে ওয়েস্ট

মার্কিন র‌্যাপার কানইয়ে ওয়েস্টের বাড়িতে একটি বিশেষ ঘর আছে। মাথা গরম হলে কিংবা ক্ষেপে গেলে তিনি ওই ঘরে ঢুকে পড়েন শান্ত হওয়ার জন্য।

কী আছে ওই ঘরে?

বিদেশি একটি পত্রিকা জানিয়েছে, সেখানে ঘুষি মারার জন্য ঝোলানো ব্যাগ, লাথি দেওয়ার জন্য একটি সোফা, ভাঙার জন্য কাচের বাসন আর নষ্ট করার জন্য টাঙানো আছে ছবির ফ্রেম।

রাগ হলে মেজাজ শান্ত করতে ওই ঘরে ঢুকে ভাঙচুর আর ঘুষি-লাথি শুরু করেন কানইয়ে। এরপর আরামবোধ করেন ৩৮ বছর বয়সী এই তারকা! তখন তার মুখে ফুটে ওঠে হাসির রেখা!

ঘরটিতে আরও আছে কয়েকটি বেসবল ব্যাট ও তুলা দিয়ে বানানো বিশেষ টেবিল। কানইয়ে ইচ্ছেমতো সেখানে আঘাত করতে থাকেন রেগে গেলে। এ ছাড়া রয়েছে টিভি ও কাঠের চেয়ারের মতো পুরনো জিনিসপত্র। আগে নিজেকে শান্ত রাখার জন্য যোগব্যায়াম করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, অক্টোবর ১৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।