ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আমাকে নিয়ন্ত্রণ করছে আমার বউ : শহীদ কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, অক্টোবর ১৮, ২০১৫
আমাকে নিয়ন্ত্রণ করছে আমার বউ : শহীদ কাপুর শহীদ কাপুর ও মীরা রাজপুত

বিয়ের পর জীবনটা আগের চেয়ে কতোটা গোছানো মনে হচ্ছে? এ প্রশ্নটা ইদানীং প্রায়ই শোনেন শহীদ কাপুর। উত্তরটা সরাসরি না দিয়ে ঘুরিয়ে বলেছেন তিনি।

৩৪ বছর বয়সী এই তারকার কথায়, ‘যদি জানতে চান আমাকে মীরা, নাকি আমি মীরাকে নিয়ন্ত্রণ করছি, তাহলে বলবো- আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমার স্ত্রী। ’

চলতি বছরের জুলাইয়ে দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ। এরপর দু’জনকে ঘিরে প্রায়ই খবর বের হচ্ছে। এর মধ্যে গুঞ্জন ওঠে, বড় পর্দায় আসছেন মীরা। কিন্তু খবরটা গুজব বলে উড়িয়ে দিয়েছেন শহীদ।

নিজের নতুন ছবি বিকাশ বল পরিচালিত ‘শানদার’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে এসব জানান শহীদ। এটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর। এতে তার সহশিল্পী আলিয়া ভাট। আছেন শহীদের বাবা পঙ্কজ কাপুরও। বাবার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা অনেকটা শচীন টেন্ডুলকারকে বল করার মতো। খুবই স্নায়ুচাপে ভোগার মতো ব্যাপার। ’

বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।