ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

এসেই জয় করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, অক্টোবর ১৬, ২০১৫
এসেই জয় করলেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিসির ‘কুয়ান্টিকো’ টিভি সিরিজে অভিনয় করেছেন বলি‍উডের প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম কাজের কল্যাণেই মিলে গেলো পিপলস চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন! এ সম্মানে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।

এ যেন এসেই জয় করার মতো ব্যাপার।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী গত মঙ্গলবার (১৩ অক্টোবর) তার টুইটারে লিখেছেন, ‘বাহ! এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত বোধ করছি! হলিউডে কাজের প্রথম বছরেই পুরষ্কারের মনোনয়ন! পিপলস চয়েস অ্যাওয়ার্ডসকে অনেক ধন্যবাদ। ...’

পুরস্কারের জন্য ভোটদান পর্ব শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বিজয়ী কে হবেন, সেটা জানা যাবে ৩ নভেম্বর।

প্রিয়াঙ্কা সম্প্রতি শুটিং শেষ করেছেন সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবির। এতে তার সহশিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়‍ুকোন। ছবিটি ম‍ুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এছাড়া প্রকাশ ঝা পরিচালিত ‘গঙ্গাজল টু’ ছবিতেও কাজ করছেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।