ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

জীবনের উত্থান-পতন নিয়ে বলবেন মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, অক্টোবর ১৬, ২০১৫
জীবনের উত্থান-পতন নিয়ে বলবেন মোশাররফ মোশাররফ করিম/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তার আজকের তারকাখ্যাতির পেছনে আছে অনেক উত্থান-পতন। চলার পথে পেয়েছেন বন্ধু ও বন্ধু নয় এমন অনেক মানুষ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের তারকা হয়ে ‍ওঠার গল্পটা অনেকেই জানেন না। তাদের জন্য এই অভিনেতা খোলামেলা কথা বলবেন একটি টিভি অনুষ্ঠানে। আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকবেন মোশাররফ করিম।

মোশাররফ করিমকে এ ধরনের টিভি অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। এই হিসেবে তার ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ আকর্ষণীয় একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট টপিক নিয়ে কথার সুযোগ।

মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায় এবং সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি আগামীকল শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ১ মিনিটে প্রচার হবে আরটিভিতে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।