ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনার জীবনের অনুপ্রেরণায় ছবি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, অক্টোবর ১৬, ২০১৫
ক্যাটরিনার জীবনের অনুপ্রেরণায় ছবি? ক্যাটরিনা কাইফ

সাত তরুণী গোয়ায় হৈ-হুল্লোড়ে মেতে থাকতে আসে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’ নামের একটি ছবি।

এই সাত তরুণীর একজনের চরিত্র সাজানো হয়েছে ক্যাটরিনা কাইফের জীবনের আদলে। নিউজহান্ট ডটকমর একটি প্রতিবেদন তেমন তথ্যই দিয়েছে।

জানা গেছে, ওই মেয়ের চরিত্রটি যুক্তরাজ্যের। সে একসময় বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করতে থাকে। ছবিটি পরিচালনা করেছেন প্যান নালিন। তিনি জানান, রূপালি পর্দায় ক্যাটরিনার পথচলা আর কাঠখড় পোড়ানোর ছায়া পাওয়া যাবে এখানে।

ক্যাটরিনার বৃহস্পতি এখন তুঙ্গে। তিনি বলিউডের অন্যতম বড় তারকা। গল্পটা লেখার সময় তাকেই মাথায় রাখা হয়েছিলো। অবশ্য তার পুরো জীবনকে তুলে ধরা হয়নি এতে। যদিও এ চরিত্রটি ভারতে লন্ডন-অভিবাসী মেয়ের। এতে অভিনয় করেছেন অভিনেত্রী অমৃত মাঘেরা।  

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন তনিষ্ঠা চ্যাটার্জি, সন্ধ্যা মৃদুল, সারা-জেন ডায়াস ও আনুশকা মানচান্দা।

বাংলাদেশ সময় : ০৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।