শিপনকে দর্শক চিনেছে সৈকত নাসিরের ‘দেশা দ্য লিডার’ দিয়ে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ছবিটি।
শিপন ও মাহি- এখন আর এ দু’জনের দেখা হয় না খুব একটা। যোগাযোগ আছে। ফোনে, ফেসবুকে কুশল আদান-প্রদান হয়। কিন্তু মুখোমুখি বসে একটু গল্প, মুহূর্ত ভাগাভাগি; সেটার অবসর মেলে না। অনেকদিন পর গতকাল সোমবার (১২ অক্টোবর) একটি টিভি অনুষ্ঠানে গিয়ে দু’জনের হঠাৎ দেখা। শিপন বলছেন, ‘ধারণকৃত অনুষ্ঠান এটা। মাহিও এসেছিলো। আমিও গিয়েছিলাম। আমি জানতাম না মাহিও অনুষ্ঠানের অতিথি! হঠাৎ দেখা হয়ে গেলো। তবে অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে না আমাদের। দু’জন ভিন্ন দুই পর্বে থাকছি। ’
কাজের ফাঁকে একসঙ্গে ছবি তুলতে ভুল করেননি তারা। ফেসবুকে দু’জনের একটি সেলফি পোস্ট করে শিপন লিখেছেন, ‘অনেকদিন পর একজন পছন্দের মানুষের সঙ্গে দেখা। ’ এরপরই শুরু হয়ে যায় ছবিটিতে লাইক-কমেন্টের বন্যা। একসঙ্গে দেখে ভালো লেগেছে- প্রায় সবারই এমন মতামত। তাদেরকে আবারও জুটি হিসেবে দেখতে চান- এমন ইচ্ছাও জানিয়েছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কেবিএন/জেএইচ


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                